মিসিসিপি নদী কোন মহাদেশে অবস্থিত?

A আফ্রিকা

B আমেরিকা

C এশিয়া

D ইউরোপ

Solution

Correct Answer: Option B

মিসিসিপি নদী মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর নামকরণ করা হয়েছে অজিবওয়ে শব্দ মিসি-জিবি হতে যার অর্থ "মহা নদী"। এই নদীটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদী মিসৌরি পতিত হয়েছে। দুইটি নদীর দৈর্ঘ্য এক সাথে হিসাব করলে মিসিসিপি-মিসৌরি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী।

- বিশ্বের বৃহত্তম ও প্রশস্ততম নদী আমাজন। পানি প্রবাহের বিচারেও আমাজন বিশ্বের বৃহত্তম নদী।
- বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং, এটি পৃথিবীর ৩য় দীর্ঘতম নদী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions