কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

A রক্তরাগ

B খোশরোজ

C বনি আদম

D বুলবুলিস্থান

Solution

Correct Answer: Option A

- গোলাম মোস্তফা রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'রক্তরাগ' (১৯২৪)।
- কাব্যটি প্রকাশিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর "ভব নব প্রভাতের রক্তরাগখানি মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতিময় বাণী ।” কবিতার মাধ্যমে অভিনন্দন জানান।
- তাঁর রচিত অন্যান্য কাব্য: 'বুলবুলিস্তান' (১৯৪৯), 'খোশরোজ' (১৯২৯), 'কাব্যকাহিনী' (১৯৩২), 'সাহারা' (১৯৩৬), "হাস্নাহেনা' (১৯৩৮), 'তারানা-ই-পাকিস্তান (১৯৫৬), 'বনি আদম' (১৯৫৮), 'গীতি সঞ্চরণ' (১৯৬৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions