১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
Solution
Correct Answer: Option C
- ধরি, উভয় পদ থেকে 'ক' বিয়োগ করতে হবে।
- তাহলে নতুন অনুপাতটি হবে (১৬ - ক) : (২৫ - ক)।
প্রশ্নানুসারে, এই নতুন অনুপাতের মান হবে ১/২।
সুতরাং,
(১৬ - ক) / (২৫ - ক) = ১ / ২
এবার আড়াআড়ি গুণ করে পাই:
২ * (১৬ - ক) = ১ * (২৫ - ক)
বা, ৩২ - ২ক = ২৫ - ক
বা, ৩২ - ২৫ = ২ক - ক
বা, ৭ = ক
- সুতরাং, উভয় পদ থেকে ৭ বিয়োগ করতে হবে।