কোথায় সাঁতার কাটা সহজ?

A পুকুরে

B খালে

C নদীতে

D সাগরে

Solution

Correct Answer: Option D

- তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত বস্তুর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লন্দিবল প্রয়োগ করে তাকে প্রবতা বলে।
- তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হয়। সাগরের পানিতে লবণ দ্রবীভূত থাকে বলে সাগরের পানি স্বাদু পানি অপেক্ষা ভারী/প্রবতা বেশি।
- এজন্য সাগরে সাঁতার কাটা পুকুর বা নদী অপেক্ষা সহজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions