Solution
Correct Answer: Option C
- পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যেগুলো সুদূর অতীতে জন্ম লাভ আজও অঙ্গসংস্থানিক ও শারীরবৃত্তীয় কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় সকলেরই বহু পূর্বে বিলুপ্তি ঘটেছে।
- এমন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বা লিভং ফসিল বলে। প্লাটিপাস, রাজকাকড়া, সাইকাস (Cycas), Gnetum, Equisetum, Ginkgo bioloba প্রভৃতি জীবন্ত জীবাশ্মের উদাহরণ।