ইউরেনাসকে বলা হয়.... গ্রহ।
Solution
Correct Answer: Option D
- ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
- এ গ্রহটি সূর্য থেকে ২৮৭ কোটি কি.মি. দূরে অবস্থিত।
- সূর্যকে প্রদক্ষিণ করতে এ গ্রহের সময় লাগে ৮৪ বছর।
- এর গড় ব্যাস ৪000 কি.মি.। এ গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত।
- এর আবহমন্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক হওয়ায় একে সবুজ গ্রহ বলা হয়। অন্যদিকে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ আর পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।