Which of the following accounts is an example of deferred revenue expenditure?

A Deprecation

B Prepaid insurance premium

C Bad debt

D supplies

Solution

Correct Answer: Option B

- বিলম্বিত রাজস্ব ব্যয় হলো এমন এক ধরনের ব্যয় যা এক হিসাবকালে পরিশোধ করা হলেও এর সুবিধা একাধিক হিসাবকাল ধরে পাওয়া যায়। এই ধরনের ব্যয়কে প্রাথমিকভাবে সম্পদ হিসেবে দেখানো হয় এবং সময়ের সাথে সাথে এর সুবিধা ভোগ করার অনুপাতে ব্যয় হিসেবে দেখানো হয়।

- অগ্রিম প্রদত্ত বীমা প্রিমিয়াম (Prepaid insurance premium) একটি আদর্শ উদাহরণ। যখন একটি কোম্পানি এক বছরের জন্য বীমা প্রিমিয়াম অগ্রিম পরিশোধ করে, তখন সম্পূর্ণ অর্থকে একবারে ব্যয় হিসেবে দেখানো হয় না। এটি প্রথমে উদ্বৃত্তপত্রে (Balance Sheet) একটি সম্পদ (অগ্রিম খরচ) হিসেবে দেখানো হয়। এরপর প্রতি মাসে আনুপাতিক অংশকে ব্যয় হিসেবে আয় বিবরণীতে (Income Statement) স্থানান্তর করা হয়। অন্যান্য উদাহরণ হলো বড় বিজ্ঞাপন প্রচার বা গবেষণা ও উন্নয়নের খরচ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions