লোকটি হাড়ে হাড়ে শয়তান। এখানে 'হাড়ে হাড়ে' দ্বিরুক্ত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে?
A সতর্কতা
B ভাবের গভীরতা
C আধিক্য
D সামান্যতা
Solution
Correct Answer: Option C
- বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়।
- যেমন: লোকটা হাড়ে হাড়ে শয়তান। প্রদত্ত বাক্যটিতে 'হাড়ে হাড়ে' দ্বিত্ব প্রয়োগে আধিক্য প্রকাশ করেছে।