চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?
Solution
Correct Answer: Option A
- চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ আরাকান ইয়োমা পর্বতের অংশ।
- আরাকান ইয়োমা হলো একটি পর্বতমালা যা দক্ষিণ এশিয়ার মায়ানমার এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত। এই পর্বতমালাটি হিমালয়ের একটি প্রশাখা।
- চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ মূলত আরাকান ইয়োমার পূর্ব অংশে অবস্থিত। এই পাহাড়সমূহের মধ্যে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এবং চট্টগ্রামের পাহাড়সমূহ।