টারশিয়ারি যুগে গঠিত ভূমিরূপ নয় কোনটি?

A হবিগঞ্জের

B বান্দরবান

C লালমাই পাহাড়

D মৌলভীবাজার

Solution

Correct Answer: Option C

- আজ থেকে প্রায় ২৫ লক্ষ বছর পূর্বের সময়কে টারশিয়ারি যুগ বলা হয়।
- এই যুগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলে পাহাড় গঠিত হয়।
- এই পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কদম দ্বারা গঠিত।
- এই পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়।
- এই পাহাড়গুলোকে আবার দুইভাগে ভাগ করা যায়।
   • দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
   • উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়।
- এই যুগে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি গঠিত হয়।
- এই অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
- এই উচ্চভূমিগুলো প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions