মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযুদ্ধের উপর বিরল আলোকচিত্রের সমন্বয়ে প্রকাশিত অ্যালবাম-

A স্বাধীনতা সংগ্রাম 

B সংগ্রাম থেকে স্বাধীনতা

C আমাদের সংগ্রাম 

D প্রতিচিত্রে স্বাধীনতা

Solution

Correct Answer: Option B

- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযুদ্ধের উপর বিরল আলোকচিত্রের সমন্বয়ে "সংগ্রাম থেকে স্বাধীনতা" শীর্ষক সচিত্র অ্যালবাম বিগত ডিসেম্বর, ২০১০ সময়কালে প্রকাশিত হয় এবং পরবর্তীতে মার্চ, ২০১২ সময়কালে এটি পুন:মুদ্রণ হয়।
- উক্ত অ্যালবাম গ্রন্থে প্রাচীন বাংলা হতে শুরু করে বাংলার মানুষ গণতন্ত্র ও স্বাধীকারের জন্য কিভাবে আত্মদান করেছে, বাংলার মুসলিম শাসন, ইংরেজ নিপীড়ন ও শোষণ, পাকস্তিান সৃষ্টি ও পরবর্তী সময়ের ঘটনার সচিত্র প্রতিবেদন এবং মার্চ, ১৯৭১ হতে ডিসেম্বর, ১৯৭১ পর্যন্ত মুক্তিযুদ্ধের সচিত্র প্রতিবেদন এতে অর্ন্তভুক্ত রয়েছে।
সূত্র- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions