নিচের কোন দুটি ব্রহ্মপুত্রের উপনদী?
A গরাই ও আড়িয়াল খাঁ
B ধরলা ও তিস্তা
C মেঘনা ও কপোতাক্ষ
D গোমতি ও ইছামতি
Solution
Correct Answer: Option B
কোন নদীতে অপর কোন নদী পতিত হলে পতিত নদীকে উপনদী বলা হয়। ব্রহ্মপুত্র নদের উপনদী হলো তিস্তা এবং ধরলা। শীতলক্ষ্যা হলো এর শাখানদী। ট্যাঙ্গন হলো মহানন্দা নদীর উপনদী।