Correct Answer: Option A
0.01 মোলার দ্রবণ বলতে বোঝায় প্রতি লিটার দ্রবণে দ্রবের 0.01 মোল থাকে। সুতরাং, 0.01 মোলার 1 লিটার NaOH দ্রবণ তৈরিতে 0.01 মোল NaOH প্রয়োজন, যার ভর 0.01 * 40 = 0.4 গ্রাম।
অতএব, একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরিতে 0.4 গ্রাম দ্রব প্রয়োজন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions