Solution
Correct Answer: Option B
বাংলা বর্ণমালায় বর্ণের উপরে যে দাগ বা রেখা দেওয়া হয়, তাকে মাত্রা বলে। এই মাত্রার উপর ভিত্তি করে বর্ণগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়।
মাত্রাহীন বর্ণ: মোট ১০টি।
স্বরবর্ণ: ৪টি ( এ, ঐ, ও, ঔ )
ব্যঞ্জনবর্ণ: ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)
অর্ধমাত্রা বর্ণ: মোট ৮টি। (ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ)
পূর্ণমাত্রা বর্ণ: মোট ৩২টি।