উচ্চারণের প্রকৃতি অনুযায়ী 'ত' কোন জাতীয় ধ্বনি?
A ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি
B অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ধ্বনি
C অঘোষ অল্পপ্রাণ দন্ত্য ধ্বনি
D ঘোষ মহাপ্রাণ দন্ত্য ধ্বনি
Solution
Correct Answer: Option C
‘ত’ ধ্বনির ক্ষেত্রেঃ
- ঘোষনা (Voicing):
‘ত’ ধ্বনিটি উচ্চারণের সময় স্বরকেন্দ্রের স্পন্দন ঘটে না, অর্থাৎ স্বর নাড়ি (vocal cord) কম্পিত হয় না।
তাই এটি অঘোষ (voiceless)।
- প্রাণ (Aspiration):
‘ত’ উচ্চারণের সময় ধ্বনির সঙ্গে অতিরিক্ত হাওয়া বের হয় না।
তাই এটি অল্পপ্রাণ (unaspirated)।
- উচ্চারণ স্থান (Place of articulation):
‘ত’ ধ্বনিটি দাঁতের সাথে জিভের সংস্পর্শে উচ্চারিত হয়।
তাই এটি দন্ত্য (dental)।
- উচ্চারণ পদ্ধতি (Manner of articulation):
‘ত’ হলো একটি স্টপ (stop) বা বন্ধ ধ্বনি, যা সাধারণত অল্পপ্রাণ ও অঘোষযুক্ত।