Solution
Correct Answer: Option D
সম্’ উপসর্গের পর ‘কৃ’ ধাতু থেকে উদ্ভূত পদ (যেমন – কার, কৃত, কৃতি ইত্যাদি) থাকলে, সন্ধির ফলে মাঝখানে একটি ‘স্’ (দন্ত্য স) বর্ণের আগম হয়।
এই নিয়মানুযায়ী:
সম্ + কৃত = সংস্কৃত
সম্ + কার = সংস্কার
সম্ + কৃতি = সংস্কৃতি
পরি + কার = পরিষ্কার
সুতরাং, 'সংস্কৃত' শব্দটি একটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধির উদাহরণ।