২০২২ জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃহত্তম বিভাগ কোনটি?
Solution
Correct Answer: Option A
• জনশুমারি পরিচালনা করে সংস্থা : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ।
- জনশুমারি অনুষ্ঠিত হয় : ১০ বছর পর পর।
- ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২।
- গণনাকৃত জনসংখ্যা : ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২২%।
- জনসংখ্যার ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত : ৯৮ : ১০০।
- দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) : ৭৪.৬৬%।
- খানার সংখ্যা : ৪,১০,১০,০৫১ জন।
- খানা প্রতি গড় সদস্য : ৪.০
- প্রতিবন্ধী জনসংখ্যা : ২৩, ৬১, ৬০৪ জন।
- শহুরে জনসংখ্যা : ৫,২০,০৯,০৭২ জন।
- পল্লী জনসংখ্যা : ১১,৩০,৬৩,৫৮৭ জন।
- জনসংখ্যায় বৃহত্তম বিভাগ : ঢাকা; ৪,৪২,১৫,১০৭ জন।
- জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ : বরিশাল; ৯১,০০,১০২ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার বেশি : ঢাকা (১.৭৪%) বিভাগ।
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে : বরিশাল (০.৭৯%) বিভাগে.
- পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক ঢাকা; ১০৩.৪০ : ১০০ বিভাগে.
- পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন চট্টগ্রাম; ৯৩.৩৮ : ১০০ বিভাগে.
- জনসংখ্যার ঘনত্ব বেশি : ঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব কম : বরিশাল বিভাগে(প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।