Solution
Correct Answer: Option D
এই প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে কোন অঙ্গের পেশির উপর আমাদের সচেতন নিয়ন্ত্রণ থাকে না। মানুষের দেহে সাধারণত দুই ধরনের পেশি থাকে: স্বেচ্ছায় নিয়ন্ত্রিত পেশি এবং অস্বেচ্ছায় নিয়ন্ত্রিত পেশি।
- হাতের পেশি এবং পায়ের পেশি গুলো স্বেচ্ছায় নিয়ন্ত্রিত, অর্থাৎ আমরা ইচ্ছেমত আমাদের হাত-পা ঘোরাতে পারি।
- চোয়ালের পেশিও বেশিরভাগ ক্ষেত্রে সচেতন নিয়ন্ত্রণের মধ্যে থাকে কারণ আমরা ইচ্ছামতো খাবার চিবাতে পারি।
- তবে পাকস্থলীর পেশি হলো মসকুলার টিউবের অংশ যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এগুলো অস্বেচ্ছায় নিয়ন্ত্রিত পেশি, অর্থাৎ আমাদের ইচ্ছার বাইরে সেগুলো কাজ করে যেমন খাবার হজম করার জন্য পাকস্থলীর পেশি চোটখেলে সংকুচিত হয় ও খাদ্যকে পরবর্তী রাস্তায় পাঠায়। আমরা সরাসরি পাকস্থলীর পেশি নিয়ন্ত্রণ করতে পারি না।
সুতরাং, পাকস্থলীর পেশির উপর আমাদের কোনো সচেতন নিয়ন্ত্রণ নেই। এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তাই সঠিক উত্তর "পাকস্থলীর"।