ব্যাপ্তি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
Solution
Correct Answer: Option D
অভ্যন্তরীণ শব্দের মূল হল অভ্যন্তর। অভ্যন্তর শব্দের অর্থ হল ভিতরের অংশ। এখানে 'ইন' প্রত্যয় যুক্ত হয়ে অভ্যন্তরীণ শব্দটি হয়েছে। 'ইন' প্রত্যয়ের অর্থ হল ব্যাপ্তি। সুতরাং, অভ্যন্তরীণ শব্দের অর্থ হল ভিতরে বিস্তৃত।