উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ' কে কী ধ্বনি বলে?
Solution
Correct Answer: Option B
- 'আ' স্বরধ্বনিটি উচ্চারণের সময় মুখগহ্বর সবচেয়ে বেশি উন্মুক্ত বা খোলা থাকে, অর্থাৎ ঠোঁট দুটি বিবৃত অবস্থায় থাকে।
- যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ সর্বাধিক উন্মুক্ত থাকে, তাকে বিবৃত স্বরধ্বনি (Open Vowel) বলা হয়।
- একারণে 'আ' একটি বিবৃত স্বরধ্বনি।