গ্রাম > গেরাম- এখানে কোনটি ঘটেছে?
A ব্যঞ্জন বিকৃতি
B পরাগত
C স্বরাগম
D অসমীকরণ
Solution
Correct Answer: Option C
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন- গ্রাম>গেরাম, প্রেক>পেরেক ইত্যাদি।