Solution
Correct Answer: Option C
» পৃথিবীর দীর্ঘতম খাল—গ্র্যান্ড খাল, চীন (দৈর্ঘ্য ১৭৭০ কিলোমিটার)।
» পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল—গ্র্যান্ড খাল ।
» গ্র্যান্ড খাল অন্য যে নামে পরিচিত— বেইজিং-হাংজু গ্র্যান্ড খাল ।
» গ্র্যান্ড খাল অবস্থিত— চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং-এর মধ্যবর্তী স্থানে ।
» চীনের গ্র্যান্ড খালের খনন কাজ সম্পন্ন হয়—৬১০ খ্রিস্টাব্দে।