ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য

A সংস্কৃত

B বিদেশী

C দেশী

D তদ্ভব

Solution

Correct Answer: Option A

- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান মূলত সংস্কৃত ভাষার বানানরীতি।
- যে সকল সংস্কৃত শব্দ (তৎসম শব্দ) কোনো পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় প্রবেশ করেছে, শুধুমাত্র সেসব শব্দের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য।
- বাংলা ভাষার নিজস্ব শব্দ (তদ্ভব, দেশী) এবং বিদেশী শব্দের বানানে ণ-ত্ব বিধানের নিয়ম খাটে না।
- তাই এই নিয়মটি কেবল সংস্কৃত বা তৎসম শব্দের জন্যই প্রযোজ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions