নিচের কোন শব্দ জোড় 'ণ' এর ভূল প্রয়োগ করেছে?

A ত্রিকোণ, পুরোণো

B নেত্রকোনা, নিরূপণ

C ধরণ, ঝর্ণা

D হরিণ, রূপায়ণ

Solution

Correct Answer: Option A

'ত্রিকোণ' শব্দে 'ণ' এর ব্যবহার সঠিক। 
কিন্তু 'পুরোণো' শব্দে 'ন' এর বদলে 'ণ' ব্যবহার করা হয়েছে, যা ভুল। এই শব্দে 'র' এর আগে ওকার (ো) আছে, যা ণ-ত্ব বিধানের অন্তর্ভুক্ত নয়। সুতরাং, এর সঠিক বানান হবে 'পুরোনো'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions