Solution
Correct Answer: Option D
- 'সঞ্চিতা' বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্য-সংকলন।
- এটি ১৯২৮ সালের অক্টোবর মাসে প্রথম প্রকাশিত হয়।
- এই গ্রন্থে নজরুলের জনপ্রিয় অনেক কবিতা ও গান সংকলিত হয়েছে, যার মধ্যে 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী' ইত্যাদি উল্লেখযোগ্য।
- অন্যদিকে, 'সঞ্চয়িতা' হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য-সংকলন।