সুমেরীয়রা যে লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলো, তার নাম-
A ইউনিকর্ন
B হায়ারোগ্লিফিক্স
C কিউনিফর্ম
D প্যাপিরাস
Solution
Correct Answer: Option C
- মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর (দাজলা নদী) মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ।
- আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এলামীয় সম্প্রদায়ের মানুষের আক্রমণে সুমেরীয় সভ্যতার পতনের সূচনা হয়।
- এদের সবচেয়ে বড় অবদান ‘চাকা’ (Wheel) আবিষ্কার, এদের আদিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চলে। তাদের আয়ের মূল উৎস ছিল কৃষি। উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল।
- সুমেরীয়গণ ‘কিউনিফর্ম’ (Cuneiform) নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে। কিউনিফর্ম হলো অক্ষরভিত্তিক বর্ণলিপি। কিউনিফর্ম দেখতে কোন কোনটা ইংরেজি ‘V’ (ভি) অক্ষরের মতো মনে হতো।