Solution
Correct Answer: Option A
- স্বরসন্ধি হলো দুটি স্বরবর্ণের (যেমন: অ, আ, ই, উ ইত্যাদি) মিলিত হয়ে নতুন স্বরবর্ণ গঠন করা।
- এতে এক বা একাধিক স্বরবর্ণ পরিবর্তিত, লুপ্ত বা যুক্ত হয়। উদাহরণস্বরূপ:
- বিদ্যা + অর্থ’ → ‘বিদ্যার্থী’ (অ + অ → আ)।
‘পাবক’ -
- মূল শব্দ: ‘পু + আপক’ (সংস্কৃতে ‘পু’ মানে পবিত্রকরণ, ‘আপক’ মানে কর্তা বা কারক)।
- এখানে ‘পু’ (স্বর: উ) এবং ‘আপক’ (স্বর: আ) মিলিত হয়ে ‘পাবক’ গঠিত হয়েছে।
- স্বরসন্ধির নিয়ম: ‘উ + আ’ → ‘ব’ (যুক্তাক্ষর গঠনের মাধ্যমে স্বর যুক্তি)।
- ফলে, এটি স্বরসন্ধির স্পষ্ট উদাহরণ, কারণ ব্যঞ্জন বা বিসর্গের পরিবর্তন নেই।