নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ?

A উৎ + স্থাপন = উত্থাপন

B কৃষ + তি = কৃষ্টি

C তদ্ + কাল = তৎকাল

D তৎ + কর = তস্কর

Solution

Correct Answer: Option D

যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়।যেমন ঃ
- তৎ+কর =তস্কর,
- আ +চর্য =আশ্চর্য ।
- বিশেষ নিয়মে সাধিত সন্ধি 'উৎ +স্থাপন =উত্থাপন । 
- কৃষ + টি =কৃষ্টি (তৎসম ব্যঞ্জন সন্ধি ),
- তদ্ + কাল = তৎকাল (তৎসম ব্যঞ্জন সন্ধি )

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions