‘প্রকল্প’ শব্দের ‘প্র’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Solution
Correct Answer: Option A
- ‘প্রকল্প’ শব্দটি গঠিত হয়েছে ‘প্র’ উপসর্গ এবং ‘কল্প’ মূল শব্দের সমন্বয়ে (প্র + কল্প)।
- এখানে ‘কল্প’ অর্থ হলো পরিকল্পনা, ভাবনা বা সংকল্প।
- আর ‘প্র’ উপসর্গটি এখানে সাধারণ কোনো পরিকল্পনাকে ‘বিশেষ’ রূপ বা আকার দেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, সাধারণ কোনো ভাবনা বা পরিকল্পনা যখন সুনির্দিষ্ট ও বিশেষভাবে বাস্তবায়নের জন্য গৃহীত হয়, তখন তাকে প্রকল্প বলা হয়।
- তাই এখানে ‘প্র’ উপসর্গটি ‘বিশেষভাবে’ অর্থে প্রযুক্ত হয়েছে।