‘মেঘশূন্য’ তৃতীয়া তৎপুরুষ সমাস। কারণ ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলে সেগুলো তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন- মেঘশূন্য, জ্ঞানশূন্য, একোন (এক দ্বারা ঊন)।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions