ঝড়ের নামকরণ করে কোন সংস্থা?
A ঘূর্ণিঝড় বিষয়ক সংস্থা
B বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি
C নাসা
D পরিবেশ অধিদপ্তর
Solution
Correct Answer: Option B
- বর্তমানে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে।
- আগে বিশ্বের অন্য অঞ্চলের ঝড়ের নাম দেয়া না হলেও, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ করা হতো।