Solution
Correct Answer: Option A
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকেই বলে নিত্য সমাস । তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয় ।
যেমনঃ
- কেবল দর্শন = দর্শনমাত্র ;
- (বিষাক্ত ) কাল (যম ) তুল্য (কাল বর্ণের নয় ) সাপ =কালসাপ ।
- পান করার ইচ্ছা =পিপাসা (বিশেষ্য ) ;
- তবল +চি = তবলচি ;
- বিরাট উৎসব =মহোৎসব >মচ্ছব (বিশেষ্য ) ।