নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

A করছিলাম

B করেছি

C করছি

D করব

Solution

Correct Answer: Option D

'করব' ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে 'করব' ক্রিয়ার কালটি যৌগিক নয় ।

অন্যদিকে 'করছিলাম', 'করেছি' এই তিনটি ক্রিয়ার মধ্যে 'করছিলাম' ও 'করছি' ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে ।
অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরস্পরাটি এরূপ অতীত + অতীত, অতীত + বর্তমান + ভবিষ্যৎ ।

'করেছি' পুরাঘটিত বর্তমান কাল । ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions