Correct Answer: Option A
যখন কাওকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা, তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয়। যেমন: আমটা খাও.
অন্যদিকে,
- সবাই এখানে আসুন (আমন্ত্রণ অর্থে)।
- সুখী হও (আশীর্বাদ অর্থে)।
- নিজের দিকে খেয়াল রাখ (উপদেশ অর্থে)।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions