স্বভাবতই 'ষ' হয়েছে নিচের কোন শব্দে?

A কৃষক

B বর্ষা

C ঔষধ

D কাষ্ট

Solution

Correct Answer: Option C

কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমনঃ
- আষাঢ়, ষড়ঋতু, রোষ, কোষ, ভাষণ,
- ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ,
- মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions