বীর উত্তমগণের মধ্যে একমাত্র বেসামরিক নাগরিক-
A শহীদুল ইসলাম
B ইউ কে চিং মারমা
C বঙ্গবীর আব্দুল কাদের দিদ্দিকী
D নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান
Solution
Correct Answer: Option C
• বীর উত্তমগণের মধ্যে একমাত্র বেসামরিক নাগরিক - বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
• মুক্তিযুদ্ধে একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাবপ্রাপ্ত – ইউ কে চিং মারমা।
• বীরপ্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা – ডাব্লিউ এস ওডারল্যান্ড (অস্ট্রেলিয়া)।
• সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত বীরপ্রতীক – শহীদুল ইসলাম (লালু নামে পরিচিত, বয়স— ১২ বছর)।
• মহিলা- ২জন: (i) ক্যাপ্টেন ডা. সিতারা বেগম (২ নং সেক্টর), (ii) তারামন বিবি (১১ নং সেক্টর