Solution
Correct Answer: Option B
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। উদাহরণ: পঠ+অক=পাঠক, দিন+ইক = দৈনিক, বন্ধু + অ = বান্ধব
- এখানে, 'অক', 'ইক' 'অ' তদ্ধিত প্রত্যয় এবং 'পাঠক', 'দৈনিক', 'বান্ধব' হলো তদ্ধিতান্ত শব্দ।