Solution
Correct Answer: Option B
- একটি আদর্শ ও সফল বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক।
- এই গুণগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।
- আকাঙ্ক্ষা হলো বাক্যের এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহ।
- আসত্তি হলো বাক্যের পদগুলোকে সঠিক ক্রমে বা বিন্যাসে সাজানো, যা অর্থকে স্পষ্ট করে।
- যোগ্যতা হলো বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত মিল বা সংগতি।
- এই তিনটি গুণের যেকোনো একটির অভাব হলে বাক্যটি তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং একটি আদর্শ বাক্য হিসেবে বিবেচিত হয় না।