কোলেস্টেরল এক ধরনের-

A এসিড

B ক্ষার

C অ্যালকোহল

D অ্যালডিহাইড

Solution

Correct Answer: Option C

- কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত পদার্থ (অসম্পৃক্ত এলকোহল)।
- মানব দেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে।
- এটি লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়।

- রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়।
- যেমন: নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (LDL), উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (HDL) ও ট্রাই-গ্লিসারাইড (Tryglyceride)।

- LDL-কে খারাপ কোলেস্টেরল বলা হয়।
- কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

- HDL-কে ভালো কোলেস্টেরল বলা হয়।
- এটি হৃদরোগের ঝুঁকি কমায়।

- ট্রাই-গ্লিসারাইড চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions