উচ্চারণের দিক থেকে ‘ল’ কোন ধরনের বর্ণ?

A ওষ্ঠ্য ব্যঞ্জনবর্ণ

B দন্ত্য ব্যঞ্জনবর্ণ

C কন্ঠনালীয় ব্যঞ্জনবর্ণ

D দন্ত্যমূলীয় ব্যঞ্জনবর্ণ

Solution

Correct Answer: Option B

- 'ল' একটি দন্ত্য ব্যঞ্জনবর্ণ।
- এই বর্ণটি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ উপরের পাটির দাঁতের গোড়ায় বা দন্তমূলে স্পর্শ করে।
- যেহেতু জিহ্বা দাঁতকে স্পর্শ করে এই ধ্বনিটি তৈরি করে, তাই একে দন্ত্য বর্ণ বলা হয়।
- উচ্চারণরীতি অনুযায়ী 'ল'-কে পার্শ্বিক ধ্বনিও বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions