‘ওরা টোকাই কেন?’ গ্রন্থের লেখক কে?

A শেখ হাসিনা

B শেখ রেহেনা

C শেখ সেলিম

D শেখ ফজলে নূর তাপস

Solution

Correct Answer: Option A

- ‘ওরা টোকাই কেন?’ গ্রন্থের লেখক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বইটি ফেব্রুয়ারি ১৯৮৯ সালে প্রথম প্রকাশিত হয়।
- প্রাকাশক- আগামী প্রকাশনী।
- বইটিতে মোট ছয়টি প্রবন্ধ রয়েছে।

তাঁর আরো কিছু  উল্লেখযোগ্য রচনা হলোঃ
- শেখ মুজিব আমার পিতা
- সামরিক বনাম গণতন্ত্র
- বিপন্ন গণতন্ত্র
- সাদা কালো
- বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম
- People and Democracy
- The Quest for Vision 2021
- আমাদের ছোট রাসেল সোনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions