‘সিক্ত’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

A √সিচ+ক্ত

B √সিচ্+ক্ত

C √শিচ্+ক্ত

D √শিচ+ইক্ত

Solution

Correct Answer: Option B

- প্রকৃতি : যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
- প্রত্যয় : শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।

- ক্ত প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তস্থিত ‘চ’ ও ‘জ’ স্থলে ‘ক’ হয়। যেমন- √সিচ্+ক্ত=(সিক্‌+ত) সিক্ত। এরূপ-√মুচ্+ক্ত=মুক্ত, Vভুজ্‌+ক্ত=ভুক্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions