ফারাক্কা নিয়ে এ পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে কয়টি চুক্তি হয়েছে?

A ৪টি

B ৩টি

C ৫টি

D একটিও না

Solution

Correct Answer: Option B

- উভয় দেশ ৫ নভেম্বর ১৯৭৭ সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তি পাঁচ বছরের (১৯৭৮-৮২) জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে।
- ১৯৮২ এর অক্টোবরে উভয় দেশ ১৯৮৩ ও ১৯৮৪ সালে পানি বণ্টনের একটি চুক্তি করে।
- নভেম্বর ১৯৮৫ সালে আরও তিন (১৯৮৬-৮৮) বছরের জন্য পানি বণ্টনের চুক্তি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions