- TRIPS হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্বের (Intellectual Property) বিভিন্ন দিক নিয়ে কাজ করে। - এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) অধীনে ১৯৯৫ সালে কার্যকর হয়। - TRIPS চুক্তি মেধাস্বত্বের সুরক্ষা এবং প্রয়োগের জন্য একটি মান নির্ধারণ করে, যা পণ্য ও সেবার আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সম্পর্কিত চুক্তি (টিপিএনডব্লিউ) স্বাক্ষরকারী দেশগুলোর জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার, বিকাশ, পরীক্ষা, উৎপাদন, মজুদকরণ, কেন্দ্র স্থাপন, স্থানান্তর এবং হুমকি দেওয়া নিষিদ্ধ করতে এটিই হচ্ছে প্রথম আন্তর্জাতিক চুক্তি। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর চুক্তি সাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
চুক্তিটি এ পর্যন্ত ৯৪টি দেশ স্বাক্ষর করেছে ।
জাতিসংঘ মহাসচিবের কাছে ২০২০ সালের ২৪ অক্টোবর ৫০তম অনুসমর্থনকারী দেশ হিসেবে হন্ডুরাসের দলিলাদি জমা দেওয়ার ৯০ দিন পর ২২ জানুয়ারি ২০২১ থেকে চুক্তিটি কার্যকর হলো।
অস্ট্রিয়া, ব্রাজিল, কোস্টারিকা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, নাইজেরিয়া নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও থাইল্যান্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লির হায়দারাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন । - এটি চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানি সরবরাহের গ্যারান্টি সহ ৩০ বছরের পানিবণ্টন চুক্তি । - চুক্তিতে নির্ধারিত হয় যে ,উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু'দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বোজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে । - যে কোন সংকটের সময় বাংলাদেশকে ৩৫,০০০ কিউসেক জল সরবরাহ করার গ্যারান্টি দেওয়া হয় ।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে ২৩ নভেম্বর ১৯৭৪ এ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি পাস হয়।
- উভয় দেশ ৫ নভেম্বর ১৯৭৭ সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তি পাঁচ বছরের (১৯৭৮-৮২) জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে। - ১৯৮২ এর অক্টোবরে উভয় দেশ ১৯৮৩ ও ১৯৮৪ সালে পানি বণ্টনের একটি চুক্তি করে। - নভেম্বর ১৯৮৫ সালে আরও তিন (১৯৮৬-৮৮) বছরের জন্য পানি বণ্টনের চুক্তি হয়।
-রূপপুরে নির্মিতব্য কেন্দ্রটি ভিভিইআর ১২০০ তথা রাশিয়ার সর্বশেষ প্রযুক্তি। রাশিয়ার বাইরে এটিই এই প্রযুক্তির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। গত বছরের ৮ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি পরমাণু সহযোগিতা চুক্তি সই হয়। তার ওপর ভিত্তি করে এ বছরের জানুয়ারিতে বাংলাদেশ-রাশিয়া ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি দুই দেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টনকে নিয়ন্ত্রণ করে। চুক্তিটি অনুসারে, শুষ্ক মৌসুমে (জানুয়ারি থেকে মে পর্যন্ত) ভারত গঙ্গা নদীর পানি থেকে প্রতি সেকেন্ডে ৩৫,০০০ কিউসেক পানি বাংলাদেশকে সরবরাহ করবে। চুক্তিটি ৩০ বছর মেয়াদী।
SEACO যার পূর্ণরূপ South East Asian Co-operation। যার বর্তমান সদস্য সংখ্যা ৫টি দেশ হলো বাংলাদেশ, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়শিয়া ও মালদ্বীপ। বাংলাদেশের, IDB, ওআইসি উদ্যোগে এটি গঠিত হয়।
বাংলাদেশ বনাম ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় নেদারল্যান্ডস এ অবস্থিত স্থায়ী সালিশি আদালতে (Permanent Court of Arbitration-PCA)। এই সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় ২০১৪ সালের ৮ জুলাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ ছিল ২৫,৬০২ বর্গকিলোমিটার। এই মামলার রায়ে বাংলাদেশ পায় ১৯,৪৬৭ বর্গকিলোমিটার।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
দেওয়া আছে, ভারতের কাছ থেকে বাংলাদেশ পেয়েছে = $111$টি ছিটমহল বাংলাদেশের কাছ থেকে ভারত পেয়েছে = $51$ টি ছিটমহল
ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত ১১১টি ছিটমহলের মোট আয়তন = $17,160.63$ একর বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তরিত ৫১টি ছিটমহলের মোট আয়তন = $7,110.02$ একর
এখন, বাংলাদেশ মোট বাড়তি জমি পেল = (ভারতের থেকে প্রাপ্ত জমির পরিমাণ - বাংলাদেশকে দেওয়া জমির পরিমাণ) = $(17,160.63 - 7,110.02)$ একর = $10,050.61$ একর
বি:দ্র: মূল হিসেব অনুযায়ী সঠিক উত্তর ১০,০৫০.৬১ একর। তবে অপশনগুলোর মধ্যে ১০,০৪১ একর সংখ্যাটি সঠিক মানের সবচেয়ে কাছাকাছি হওয়ায় এটিকেই সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষাতে এই তথ্যের সামান্য হেরফের দেখা যায়, তবে ১০,০৫০ থেকে ১০,০৬০ এর মধ্যবর্তী মানটিই গ্রহণযোগ্য। সরকারি গেজেট অনুযায়ী সঠিক তথ্য ১০,০৫০.৬১ একর।
শর্টকাট টেকনিক: পরীক্ষার হলে সহজে মনে রাখার জন্য নিচের তথ্যটি দেখুন:
সহজ বিয়োগ পদ্ধতি: ভারত দিল: ১৭ হাজার (প্রায়) বাংলাদেশ দিল: ৭ হাজার (প্রায়) লাভ হলো: $(17 - 7)$ = ১০ হাজার একর (প্রায়)।
অপশনে ১০ হাজারের আশেপাশের সংখ্যাটিই উত্তর হবে। এখানে ১০,০৪১ সঠিক উত্তর।
জীব বৈচিত্র কনভেনশন (CBD) এর পূর্ণরূপ Convention On Biological Diversity, ১৯৯২ সালের ৫ জুন ব্রাজিলের রিওডিজেনেরিওতে বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১৯৯৩ সালে। বাংলাদেশ ১৯৯২ সালে স্বাক্ষর করে ও ১৯৯৪ সালে অনুমোদন দেয়।
বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা,মিজোরাম এবং মিয়ানমার। দক্ষিনে বঙ্গপোসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। - বাংলাদেশের সর্বমোট ৫১৩৮ কিলোমিটার সীমারেখা রয়েছে। - বাংলাদেশের সর্বমোট স্থলসীমা ৪৪২৭ কিলোমিটার। - বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার। - বাংলাদেশ ও মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার।
- বাংলাদেশ ও ভারতের সীমারেখার দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার।
• বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস হলো স্থল সীমান্ত চুক্তি পাস। • ৭ মে,২০১৫ ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিলটি পাস হয়। • বিলের পক্ষে ৩৩১ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। • এর আগে ৬ মে,২০১৫ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি সর্বসম্মতক্রমে (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়। • ভুল সংশোধন করে বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত সংবিধান সংশোধনী বিল ১১মে ২০১৫ এ পুনরায় ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে । • বিলের পক্ষে ১৮১টি ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। • করতালির মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের প্রস্তাব করেন। • ইতোপূর্বে রাজ্যসভায় পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ছিলো ১০০তম সংবিধান সংশোধনী বিল। • বিলের ক্রমিক সংখ্যা ১১৯ ছিলো।
ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব-ইন্দিরা চুক্তি ১৬মে, ১৯৭৪ সম্পাদিত হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে ১০০৪১.২৫ একর ভূমি যোগ হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• CTBT- Comprehensive Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। • এ চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। • সিটিবিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর। • বাংলাদেশে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর ১২৯তম দেশ হিসেবে সিটিবিটিতে স্বাক্ষর করে। • স্বাক্ষরের পর এটি র্যাটিফাই বা অনুসমর্থনের প্রয়োজন হয়। • বাংলাদেশ ২০০০ সালের ৮ মার্চ ২৮তম ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এটি অনুমোদন করে।
টিকফা শব্দটি নতুন। আগে এর নাম ছিল টিফা।‘টিফা’ চুক্তি হলো Trade and Investment Framework Agreements বা সংক্ষেপে TIFA, যেটিকে বাংলায় অনুবাদ করলে হয় — ‘বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতা’ চুক্তি। এই চুক্তিটি ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে, এই চুক্তির বিষয়বস্তু সব গোপন রাখা হয়। এটি স্বাক্ষরিত হয় ৫ নভেম্বর, ২০১৩ সালে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।