এক্সোমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? 

A হাইড্রোজেন 

B নাইট্রোজেন 

C অক্সিজেন 

D আর্গন 

Solution

Correct Answer: Option A

- তাপমন্ডলের উপরে ৯৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর রয়েছে তাকে এক্সোমন্ডল বলে।
- এই স্তরে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক।
- এ মন্ডলে তাপমাত্রা ৩০০ থেকে ১৬৫০° সেলসিয়াস পর্যন্ত হয়।
- এ স্তরে সামান্য পরিমাণে আর্গন, হিলিয়াম,অক্সিজেন প্রভৃতি রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions