'Stop Genocide' প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক কে?
Correct Answer: Option B
১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের কাহিনি সংবলিত ১৯৭১ সালের জুনে মুক্তিপ্রাপ্ত ২০ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চলচিত্র 'Stop Genocide' এর পরিচালক জহির রায়হান ।
♦ তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- আনোয়ারা
- কখনও আসেনি
- কাজল
- লেট দেয়ার বি লাইট
- কাঁচের দেয়াল
- বেহুলা
- বাহানা
- সঙ্গম প্রভৃতি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions