• ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে ‘উত্তমাশা অন্তরীপ’ আবিষ্কার করেনঃ- বার্থোলোমিউ দিয়াজ(১৪৮৮)।
• ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেনঃ- ক্রিস্টোফার কলম্বাস (১৪৯২)।
• ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কারকঃ- ভাস্কো-দা-গামা(১৪৯৮)।
• ভারতবর্ষে পর্তুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়ঃ- আল বুকার্ক।