‘অতএব, আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন।’ - এই বাক্যে নিচের কোন ধরনের অসংগতি লক্ষ্য করা যায়?
A দূরান্বয় দোষ
B অতি বিনয়ের প্রকাশ
C বচনের ভূল
D আসত্তি গুণ প্রকাশ না পাওয়া
Solution
Correct Answer: Option C
এখানে, বচনগত ভুল আছে। কারণ পরিবার - শব্দটি অর্থগতভাবে বহুবচন। এর পরে 'বর্গ' ব্যবহার করলে বাহুল্য দোষে দুষ্ট হবে।