'ছোটটি কোথায় ?'বাক্যে ছোট শব্দের শেষে 'টি ' এর ব্যাকরণিক পরিচয় কী?

A পদাশ্রিত নির্দেশক

B অনুসর্গ

C বিভক্তি

D শব্দ প্রত্যয়

Solution

Correct Answer: Option A

কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোন না কোন পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে ,এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে ।যেমন -একবচনে -টি (ছোটটি ) ,টা (টাকাটা) ,খানি (বইখানি ) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions