কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয় ?

A নেতা

B কবি

C ডাটা

D বাদশাহ

Solution

Correct Answer: Option B

কতকগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে। উচ্চারণ স্থান স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমনঃ
- কবি-মহিলা কবি,
- ডাক্তার মহিলা ডাক্তার,
- সভ্য—মহিলা সভ্য,
- পুলিশ মহিলা পুলিশ,
- কর্মী-মহিলা কর্মী।
অন্যদিকে নেতা-নেত্রী, দাতা-দাত্রী ও বাদশা-বেগম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions